দুবাইয়ে ৭৬০ জনের ইসলাম গ্রহণ
সুরমা টাইমস ডেস্কঃ দুবাইয়ে ৪ মাসের ব্যবধানে ৭৬০ জন ইসলাম গ্রহণ করেছেন। এ খবর দিয়েছে খালিজ টাইমস। এতে বলা হয়, দুবাই শুধু এ অঞ্চলে শীর্ষস্থানীয় ব্যবসা গন্তব্য নয় বরং নও মুসলিমদের জন্য প্রধান আকর্ষণের স্থানে পরিণত হয়েছে। দুবাইয়ের ডিপার্টমেন্ট অব ইসলামিক অ্যাফেয়ার্স এন্ড চ্যারিটেবল একটিভিটিজ এর আনুষ্ঠানিক পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর এখন পর্যন্ত ৭৬০ জন ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছেন। এর মধ্যে রয়েছে ৭৫টি ভিন্ন দেশের নাগরিক। সিনিয়র এক কর্মকর্তা জানিয়েছেন, দিনে দিনে অনেক বেশি মানুষ ইসলামের প্রতি আকর্ষিত হচ্ছে। ২০১৩ সালে মোট ২২৬৯ জন বাসিন্দা দুবাইয়ে ইসলাম গ্রহণ করেছেন বলে তিনি জানান। ওই প্রতিষ্ঠানের নিউ মুসলিমস সেকশনের প্রধান হুদা আলকাবি জানিয়েছেন, নও মুসলিমরা নিজেদের ইচ্ছাতেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আরব আমিরাতের মুসলিমদের কাছ থেকে সহনশীল ও দয়াপরবশ ব্যবহার পাওয়ার কারণেই এত বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, ইসলাম শান্তিপূর্ণ ধর্ম যা কখনই বর্ণ, ভাষা, জাত কিংবা ধর্মের ভিত্তিতে কাউকে খাটো করে দেখে না। তাদের প্রতিষ্ঠান সম্পর্কে তিনি বলেন, এখানে নও মুসলিমদেরকে সাহায্য করার জন্য সবরকম ব্যবস্থা রয়েছে। ইসলামের শিক্ষা সম্পর্কে তাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেয়া সহ সত্যিকার অর্থে ইসলামকে আলিঙ্গন করতে সবরকম সহায়তা প্রদান করে থাকেন তারা। ইসলামের ওপর তাদের রয়েছে বিভিন্ন ভাষায় বই, পুস্তিকা, সিডি, ক্যাসেট ইত্যাদি।