আল্লামা ফুলতলীর ঈসালে সওয়াব আজ

fultoli-pic-15জকিগঞ্জ প্রতিনিধি: উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ শামছুল উলামা হযরত আলামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রা.) এর” সপ্তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আজ জকিগঞ্জের বালাইর হাওরে ঈসালে সওয়াব মাহফিল অনুষ্টিত হবে। ইতিমধ্যে আলামা ফুলতলী ছাহেবের ভক্ত অনুরাগীরা দলে দলে ভারত, মধ্যেপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে ফুলতলী ছাহেব বাড়ীতে আসতে শুরু করেছেন। প্রতিবারের মত ভক্ত মুরিদানের উপস্থিতিতে ফুলতলী ছাহেব বাড়ী সংলগ্ন বালাই হাওরে সমবেত হবেন লক্ষাধিক মানুষ। পবিত্র খতমে কোরআন ও ছাহেব ক্বিবলার মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হবে ঈসালে সওয়াব মাহফিল। মাহফিলে তালীম ও তরবিয়ত প্রদান করবেন ফুলতলীর ছাহেবের বড় ছেলে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। ইতিমধ্যে মাহফিল বাস্তবায়ন কমিটি দিনরাত কাজ করে মাহফিলের সকল কাজ সম্পন্ন করেছে। উপজেলার মোড়ে মোড়ে টানানো হয়েছে তোরণ। গাড়ী পার্কিংয়ের জন্য প্রস্তুত করা হয়েছে মাঠ। তৈরী করা হয়েছে খাবার বিতরণের পৃথক স্থান। আগত মেহমানদের স্বাগত জানাতে সম্পূর্ণ প্রস্তুত ফুলতলী ছাহেব বাড়ী। আইন শৃংখলা রক্ষায় পুলিশের পাশাপাশি স্থানীয় হাজারো সেচ্ছাসেবক কাজ করবেন।
হযরত আলামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ্ (রহ.) ২০০৮ সালের ১৫ জানুয়ারী রাত ২টায় পরকালের উদ্দেশ্যে পাড়ি জমান। মহান এই ওলীর ইন্তেকাল দিবসকে কেন্দ্র করে প্রতি বছর স্থানীয় বালাই হাওরে ঈসালে সাওয়াব মাহফিলের আয়োজন করা হয়।