নগরীতে দিন-দুপুরে নারী-শিশুদের জিম্মি করে ছিনতাই
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেটে দিন-দুপুরে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে । ছিনতাইকারীরা নারী ও শিশু সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার লুট নেয়। শুক্রবার দুপুর ১১ টায় নগরীর শাহী ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহপারান আবাসিক এলাকার দুই মহিলা ও এক শিশু ডাক্তার দেখিয়ে সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১২-৮৪৬৪) যোগে বাসায় ফিরছিলেন। পথে নগরীর শাহী ঈদগাহ এলাকায় দুটি মোটর সাইকেলযোগে আসা ছিনতাইকারীরা তাদের অটোরিকশাটিকে গতিরোধ করে। তারা অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে পালিয়ে যায় ।