শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে জেলা ও মহানগর বিএনপির মিলাদ মাহফিল

দেশ জাতির কল্যাণে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক অনুপম দৃষ্টান্ত
——-সিলেট জেলা মহানগর বিএনপি

Jela o Mohanogor Duaa mahfil photo 19.1.15সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ জাতির কল্যাণে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী জনতার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। জনতার জিয়া একাত্তরে রণাঙ্গণে যেমন মহান মুক্তির সংগ্রামে জীবন বাজি রেখে নেতৃত্ব দিয়েছিলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। যতই ষড়যন্ত্র করা হোক না কেন, বাংলার ইতিহাস থেকে শহীদ জিয়ার অমর কীর্তি মুছে ফেলার সাধ্য কারো নেই। জিয়া পরিবারকে নিয়ে অতীতে ষড়যন্ত্রকারীরা সফল হয়নি। বর্তমানে যারা ষড়যন্ত্র করছে তারাও ব্যর্থতায় পর্যবসিত হবে। জিয়াউর রহমানের জন্ম হয়েছিল দেশ জাতি ও মানবতার কল্যাণে। তিনি কর্মের মাধ্যমে তার উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন।
গতকাল সোমবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত দোয়া, মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠান পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। বাদ মাগরিব নগরীর হযরত শাহজালাল (রহ.) দরগা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল গাফফার, যুগ্ম আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসিম হোসাইন, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপি নেতা ময়নুল হক চৌধুরী, জেলা যুগ্ম আহবায়ক আলী আহমদ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, মহানগর সদস্য মিফতাহ সিদ্দিকী, এমদাদ হোসেন চৌধুরী, জেলা যুব দলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপির সদস্য মহবুব চৌধুরী, ডা: নাজমূল ইসলাম, বদরুন নূর শায়েখ, মুফতি নেহাল উদ্দিন, মুকুল মুর্শেদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য এডভোকেট মুজিবুর রহমান, বিএনপি নেতা শামীম মজুমদার, সালাহ উদ্দিন মামুন, এডভোকেট আল আসলাম মুমিন, আব্দুল হাদী মাসুম, আফজাল উদ্দিন, মাওলানা বদরুল আলম, এডভোকেট মুমিনুল ইসলাম, সাইদ আহমদ শাহীন, ফয়জুল ইসলাম সুমন, যুবদল নেতা সোহেল আহমদ, হোসেইন আহমদ রুহুল, ছাত্রদল নেতা লিটন আহমদ, জাহেদ আহমদ তালুকদার, মঞ্জুর হোসেন মজনু, আব্দুস সোবহান, মাসুম পারভেজ, উজ্জল চন্দ, আবুল বশর, নুর মোহাম্মদ, কাউসার হোসেন রকি, হোসেন খান ইমাদ, আলী হায়দার, আমিনুল ইসলাম আরিফ, রাসেল আহমদ, অপু বক্স, জাসিম আহমদ, নাহিদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন (সামুন) প্রমুখ। বিজ্ঞপ্তি