তাহিরপুরে চেয়ারম্যান সবুজ আলমের বিরুদ্ধে অনাস্থা প্রত্যাহার
কামাল হোসেন, তাহিরপুর: তাহিরপুর উপজেলা বড়দল দক্ষিন ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান সবুজ আলমের বিরুদ্বে ঐ পরিষদের পরিষদের ৮ জন সদস্যদের আনা অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করেছে । জানাযায়, বুধবার বিকালে উপজেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সমন্বয়ে অনুষ্টিত এক সভায় আপোষ নিষ্পিতি করেছেন অভিযোগকারী সদস্যরা । পরে অনাস্থা প্রস্তাব নিষ্পতির বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত ভাবে জানিয়েছেন পরিষদের ৮ সদস্য । উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত পত্রে পরিষদের সদস্যরা বলেন, ভূল বুঝাবুঝির কারনে চেয়ারম্যানের সাথে আমাদের এ পরিবেশ সৃষ্টি হয়েছিল । ফলে গত ১৩ই এপ্রিল চেয়ারম্যানের বিরুদ্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অনাস্থা প্রস্তার প্রেরন করা হয়েছিল । পরিষদ ও এলাকা উন্নয়নের সার্থে এবং পারস্পরিক সহযোগিতার ভিক্তিতে কাজ করার জন্য বোধবার আমরা এ বিষয়টি নিষ্পতি করি । আপোষ নিষ্পতি পত্রে সাক্ষর করেছেন পরিষদের সদস্য আসরাফুল আলম, রাশিদ মিয়া ,হাজী সাইফুল ইসলাম ,জয়নাল আবেদিন , সামায়ুন কবির,আব্দুর রউপ , জহির মিয়া ও সদস্য মিনারা বেগম । অনাস্থা প্রস্তাব বিষয়টি স্বিকার করে পরিষদের সদস্য আসরাফুল আলম , হাজী সাইফুল ইসলাম ও আব্দুল রইপ জানান, পরিষদের সকল উন্নয়ন ও চলমান রাখা পারম্পারিক সহযোগিবার বিক্তিতে কাজ করার জন্য উপজেলা পরিষদ নবনির্বচিত চেয়ারম্যান কামুজ্জামান কামরুল ও স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গের সমন্বয়ে বিষয়টি আপোষ নিষ্পতি হয়েছে ।