তাজ উদ্দিনের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করুন
সুরমা টাইমস রিপোর্টঃ সাংবাদিক মুহাম্মদ তাজ উদ্দিনের ওপর হামলাকারীদের গ্রেফতার করা না হলে সিলেটকে অচল করে দেয়া হবে। বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে সর্বস্তরের সাংবাদিক সমাজের উদ্যোগে আয়োজিত মানব বন্ধনে বক্তারা এ হুঁশিয়ারী উচ্চারণ করেন। এতে সভাপতিত্ব করেন দৈনিক সিলেটের ডাক-এর নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিক। পত্রিকার সহ-সম্পাদক সেলিম আউয়ালের সঞ্চালনায় এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন-সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা আইনজীবি সমতির সভাপতি এ এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহেদ, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, প্যানেল মেয়র কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাউন্সিলর রেজওয়ান আহমদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সালাম মশরুরর, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকরামুল কবির, ইমজা’র সাবেক সভাপতি মঈনুল হক বুলবুল, দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি’র সেক্রেটারী তাজরুল ইসলাম তাজুল, প্রবাসী সাংবাদিক রহমত আলী, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক ও গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মঞ্জুর আহমদ। ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তাজ উদ্দিনের ওপর হামলকারীরা এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, ঘটনার ৫ দিন পরও হামলাকারীদের গ্রেফতারে আইনশৃংখলা বাহিনীর ব্যর্থতা আমাদের হতাশ করেছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, এ নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। অচল করে দেয়া হবে পুরো সিলেটকে।