সিলেটে আলোচনা সভা : সালমান শাহ্ হত্যা রহস্য উন্মোচনের দাবি

salman shahসুরমা টাইমস ডেস্কঃ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক শাহরিয়ার চৌধুরী ইমন (সালশান শাহ্) এর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় নগরীর দাড়িয়াপাড়ায় ‘সালমান শাহ্’ ভবনে সালমান শাহ্ ঐক্যজোট কেন্দ্রিয় কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।
ঐক্যজোটের আহবায়ক সালমান শাহ্’র মামা আলমগীর চৌধুরী কুমকুমের সভাপতিত্বে সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘১৯৯৬ সালে জনপ্রিয় এ অভিনেতাকে হত্যা করা হলেও আজ পর্যন্ত এর রহস্য উন্মোচন হয়নি। এমনকি তদন্ত কার্যক্রমও বন্ধ রয়েছে।’ তারা অনতিবিলম্বে এ হত্যা রহস্য উন্মোচনের দাবি জানান।
বক্তারা বলেন, ‘সালমান শাহ্ বেঁচে থাকলে দর্শকরা কালজয়ী আরো অনেক ছবি উপহার পেতো। তার মৃত্যুতে দেশের চলচ্চিত্রাঙ্গনে অনেক ক্ষতি হয়েছে। বর্তমানে চলচ্চিত্রের যে বেহালাবস্থা তা দূর করতে সালমান শাহ্ অভিনীত ছবিগুলো অনুসরণ করা উচিত।’
সভায় বক্তব্য রাখেন ঐক্যজোটের সিনিয়র আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব রাশেদুজ্জামান রাশেদ, সায়মন, এস পি সেবু, মুন্না, জামাল, অপু, সৈয়দ হেলাল, এইচ এম মিরাজ, এম এ হোসাইন তালুকদার, আশিষ কুমার দে, সালমান কবির, সালমান রাসেল, জামাল উদ্দিন, রানা ইসলাম, মানিক, সমুন, রানা, জহিরুল প্রমূখ।
এর আগে সালমান শাহ্ ঐক্যজোট কেন্দ্রিয় কমিটি হযরত শাহজালাল (রহ.) দরগাহে সালমান শাহ্র কবরে পুষ্পস্তবক অর্পণ করে। বাদ আছর দরগাহ জামে মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জসিম উদ্দিন।