শুক্রবার সিলেট আসছেন মেহের আফরোজ চুমকি
সুরমা টাইমস ডেস্কঃ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আগামী কাল শুক্রবার সরকারি সফরে সিলেট আসছেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব এস এম লতিফ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে সড়ক পথে যাত্র করবেন। সিলেটে পৌঁছে দুপুর দেড়টা থেকে পৌনে ২টার মধ্যে হযরত শাহজালাল ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। পরে বিকাল ৩টায় ‘সুপান’ কর্তৃক আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। পরে রাত ৯টায় মৌলভীবাজারের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। শনিবার মৌলভীবাজারে রাজনগর উপজেলার মাথিউরা চা-বাগানের কিশোর-কিশোরী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেবন। পরে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে মৌলভীবাজার ত্যাগ করবেন।