বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৮ জন আসামীকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন-উপজেলার মৌজপুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র জমির আলী (২৮), লামারচক গ্রামের তেরাই মিয়া পুত্র সেলিম আহমদ (২৮), পাঠাকইন গ্রামের আনহার আলীর পুত্র নাজিম উদ্দিন (৩০), একই গ্রামের আনফর আলীর পুত্র মাফিক আলী (৪৩), নাজিম উদ্দিনের স্ত্রী পিংকি (২৮), হায়াতেরগাঁও গ্রামের আরবাছ আলীর পুত্র আব্দুন নূর (৪৫), শেখেরগাঁও গ্রামের খলিল মিয়ার পুত্র কালা মিয়া (৫০), দশপাইকা গ্রামের ইলয়াছ আলীর পুত্র কবির হোসেন (৩৫), সিজুল মিয়া (৪০), বাইশঘর গ্রামের মৃতঃ দুদাই আলীর পুত্র আহাদ আলী, একই গ্রামের আজমান আলীর পুত্র মুসক আলী, মান্দারুকা গ্রামের মৃত মনু মিয়ার পুত্র আব্দুল¬াহ, বেতসান্ধি গ্রামের মৃত ইছব আলীর পুত্র লুৎফুর রহমান ওরফে ছোট মিয়া (২৮), পুরান সৎপুর গ্রামের ছান্নিম মিয়া পুত্র আলম (২৫), একই গ্রামের এলকাছ আলী ওরফে দুলা মিয়ার পুত্র আলা মিয়া (২৪), এলকাছের পুত্র তোলা মিয়া (২৮), ইছমত উল¬াহ’র পুত্র এলকাছ আলী ওরফে দোলা মিয়া (৫৫)।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেন বলেন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক ১৮ জনকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।