শাহজালালে ‘আইএসআই চর’ ছিনিয়ে নিল ‘র’

raw-agent Dhakaসুরমা টাইমস ডেস্কঃ ভারতভিত্তিক নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের (আইএম) এক সদস্য ঢাকা বিমানবন্দরে আটক হয়েছেন। তবে আটকের পরপরই ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) তাকে নিজেদের জিম্মায় নিয়ে নিয়েছে। ভারতের প্রভাবশালী পত্রিকা টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে। আটক ওই ব্যক্তির নাম জিয়াউর রহমান ওরফে ওয়াকাস। তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে কাজ করছিলেন বলে দাবি করেছে পত্রিকাটি।
প্রতিবেদনটিতে বলা হয়, ওয়াকাস বাংলাদেশে লুকিয়ে আছেন বলে ‘র’ আগে থেকেই নিশ্চিত ছিলো। তবে তার সঠিক অবস্থানের ব্যাপারে তারা ধোঁয়াশায় ছিলেন।ওয়াকাস ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর অভিবাসন কর্মকর্তারা তার পাসপোর্টে সামান্য ভুল দেখতে পান। তার পাসপোর্টে বিমানবন্দরে প্রবেশের সিল ছিলো না বলে অভিবাসন কর্মকর্তারা তাকে আটকের প্রস্তুতি নেন। ঘটনাটি ‘র’-এর একজন এজেন্টের চোখে পড়লে তিনি দ্রুত তার ফোনে ওয়াকাসের ছবি তুলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন। ফিরতি বার্তায় ‘র’ কর্তৃপক্ষ জানায়, ছবির ওই ব্যক্তিই জিয়াউর রহমান ওরফে ওয়াকাস। এই ব্যক্তিকেই তারা খুঁজছেন। এরপর ‘র’-এর কর্মকর্তারা তাদের সমস্ত প্রভাব খাটিয়ে ওয়াকাসকে নিজেদের জিম্মায় নিয়ে নেন এবং পরে ভারতে নিয়ে যান। তবে কিভাবে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে সেটা পরিস্কার নয়। ওয়াকাসের পাসপোর্টটি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর তৈরি বলে ধারণা করা হচ্ছে। তবে এখানে প্রশ্ন থেকে যায়, ঢাকা বিমানবন্দরের অভ্যন্তরে ‘র’ থাকে কিভাবে। তাহলেকি দেশ ভারতীয় বাহিনির অধীনে পরিচালিত হচ্ছে?