সৈয়দ খালেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত
ইন্দোনেশিয়া গমন উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্টিত
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ স্থানীয় সরকার মন্ত্রনালয় কর্তৃক মূল্যায়নের ভিত্তিতে হবিগঞ্জ জেলার শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শিক্ষা সফরে ইন্দোনেশিয়া গমন উপলক্ষ্যে কুর্শি ইউপি ইউনিয়নের চেয়ারম্যানসৈয়দ খালেদুর রহমান খালেদকে ইউনিয়ন বাসীর পক্ষ থেকে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্টান গত সোমবার দুপুরে ইউনিয়ন কমপ্লেক্সে অনুষ্টিত হয়। প্যানেল চেয়ারম্যান ফারছু মিয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক এম এ বাছিতের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ। এতে বিশেষ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক ফজলুর রহমান,হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী। এতে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক পরিক্রমা পত্রিকার সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান শাহিন,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটি এম নুরুল ইসলাম খেজুর,সাবেক সভাপতি প্রভাষক আলাউর রহমান, বর্তমান সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,ডাঃ হাসান,অধ্যক্ষ আবুল হোসেন তালুকদার,সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দাল মিয়া,মিরাস মিয়া,আনসার মিয়া,শিক্ষক সিরাজুল ইসলাম,ফারছু মিয়া,কামাল আহমদ চৌধুরী,মীর হায়দর আলী,শিক্ষক মুছা মিয়া,নুরুল হুদা চৌধুরী,ইউপি সদস্য রাজিয়া বেগম,ইউপি সদস্য সুজন আহমদ,মোতাব্বির হোসেন সরদার,সদর উদ্দিন,সৈয়দ নুরুল ইসলাম ছোট মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আবুল কাশেম, উপজেলা যুব সংহতি নেতা রঞ্জু দেব,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু,নিক্সন আহমদ। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল। অনুষ্টানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মোঃ আম্বিয়া এবং গীতা পাঠ করেন শিক্ষক সুশীতল রায়। অনুষ্টানে অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ বলেন, হবিগঞ্জ জেলার শ্রেষ্ট ইউনিয়ন চেয়ারম্যান হয়ে সৈয়দ খালেদ তার ভাল কাজের স্বীকৃতি পেয়েছেন। তাই শিক্ষা সফর শেষে ফিরে এসে তিনি নিজ এলাকায় তার অভিজ্ঞতা কাজে লাগাবেন। জনসেবায় ও শিক্ষাক্ষেত্রে অগ্রনী ভুমিকা পালন করে তিনি আগামীতে সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়কে কলেজে রুপান্তর করে ইউনিয়ন বাসীর প্রাণের দাবী পূরন করবেন। বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান বলেন,জেলা শ্রেষ্ট ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়ে সৈয়দ খালেদুর রহমান খালেদ ইউনিয়ন তথা উপজেলাবাসীর মুখ উজ্বল করেছেন। তাই জনগনের মতামতকে মূল্যায়ন করে কাজ কররে তিনি ভবিষৎতে আরো সাফল্য অর্জন করতে পারবেন। বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী বলেন, জেলার শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত হয়ে সৈয়দ খালেদুর রহমান খালেদ তার কাজের স্বীকৃতি পেয়েছেন। তাই ইউনিয়নবাসীর মতামতকে মূল্যায়ন করে কাজ করলে আগামী দিনে আরো উচ্চ স্বীকৃতি অর্জন করতে পারবেন।