সিলেট বিএনপির নেতাদের ঢাকায় তলব
সুরমা টাইমস ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট জেলার নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ স্থানীয় নেতাদের ঢাকায় তলব করেছেন। এ কারণে মঙ্গলবার তারা ঢাকায় যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। নবনির্বাচিত প্রতিনীধিরা ছাড়াও জেলার সকল উপজেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদককেও ঢাকায় তলব করেছেন চেয়ারপারসন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল গফ্ফার বলেন, ‘ঢাকায় যাওয়ার জন্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের পাশাপাশি উপজেলা পর্যায়ের নেতারাও প্রস্তুতি নিচ্ছেন। নেত্রী ওই দিন তাদের সঙ্গে বৈঠকে বসবেন।’
বিগত দিনে সিলেট বিভাগে সরকারবিরোধী আন্দোলন তীব্র না হওয়ায় খালেদা জিয়া এ অঞ্চলের নেতাদের প্রতি কিছুটা হলেও অসন্তোষ। আগামী দিনের আন্দোলন আরও জোরদার করতে তিনি তৃণমূল নেতাদের পরামর্শ নেওয়ার পাশাপাশি নতুন করে দিকনির্দেশনা দিবেন বলে মনে করছেন স্থানীয় নেতারা।