জকিগঞ্জ, শাহবাগ হাইস্কুল এন্ড কলেজে সুধী সমাবেশ অনুষ্ঠিত
কলেজ ভবন দাতা আমেরিকা প্রবাসী, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী জহিরুল ইসলাম এর বড় ভাই খসরুল ইসলাম খসরু সম্মানে এলাকাবাসী ও ম্যানেজিং কমিটির যৌথ উদ্যোগে হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে গত ১১/০৪/২০১৪ইং তারিখে ম্যানেজিং কমিটির সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী মাতাবের সভাপতিত্বে এবং মঞ্জুরুল হক মঞ্জু’র পরিচালনা ও উপস্থাপনায় এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক খসরুল ইসলাম খসরু তাঁর বক্তব্যে বলেন- অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে ব্যতিক্রমী হবে শাহবাগ হাইস্কুল এন্ড কলেজ। উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে আমাদের দেশের লেখা-পাড়ার মানকে আরো এগিয়ে নিতে হবে। এতে প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকা নিয়োগসহ যা কিছুর প্রয়োজন আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। বিশেষ অতিথি জকিগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী তাঁর বক্তব্যে বলেন- প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার মান বাড়াতে হবে, তবেই আগামী প্রজন্ম দেশ, জাতি ও বিশ্ব নাগরিক হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। শিক্ষার মান নিশ্চিত করতে সকল কে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জমশেদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক (আবুল মিয়া), ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলতাফ হোসেন, জে.এস.ডি সদস্য এবং নলেজ হোম স্কুলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট কলামিষ্ট লোকমান উদ্দিন লোদী, বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক আহমদুল হক চৌঃ বেলাল, স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফখরুল ইসলাম, সমাজ সেবক আব্দুল লতিফ। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী নুরুল হক তালুকদার, রফিকুল হক, আলাউদ্দিন খান, কমিটির সদস্য ডাঃ দিগেশ চন্দ্র, মাতাব উদ্দিন, সামছুল হক, মুমিনুর রশিদ, সাইফুর রহমান, শাহেদ আহমদ চৌধুরী, জহিরুল হক, ইউ/পি সদস্য, খালেদ আহমদ, সুমন আহমদ, আব্দুস সবুর খাঁন, আব্দুর রহিম, মাসুক মিয়া, আতাউর রহমান, একরাম আহমদ চৌধুরী ও তাহিরুল হক প্রমূখ। সভায় বক্তারা বলেন- কলেজ ভবনদাতা জহিরুল ইসলাম স্কুল এন্ড কলেজের যাবতীয় ব্যয়ভার বহন করে যে মহানুভবতার পরিচয় দিয়েছেন সে জন্য এলাকাবাসী আজীবন কৃতজ্ঞ থাকবে।