দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুর রহমান চৌধুরী এডভোকেট, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এক বিবৃতিতে দৈনিক সিলেটের ডাক-এর চীফ এডিটর ও দিগন্ত টিভি সিলেটের ব্যুরো প্রধান মেধাবী ও প্রতিভাবান সাংবাদিক মোহাম্মদ তাজ উদ্দিনের উপর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রকারীদের হাতে হামলা ও গুরুতর আহত হওয়ার খবরে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, এই সৎ সাংবাদিকের উপর হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না। প্রয়োজনে চিরনি অভিযোগ চালিয়ে এই হামলাকারী সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কারণ এই সাংবাদিক সমাজরাই আমাদের বিবেকের কন্ঠস্বর। তাজ উদ্দিন আহমদের সরকারী খরচে তার সুচিকিৎসা প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা জোর দাবী জানান।