আজ চৈত্রসংক্রান্তি, কাল নতুন বছর শুরু

Boishakhসুরমা টাইমস ডেস্কঃ আজ রবিবার বাংলা ১৪২০ সালের বিদায় দিন। চৈত্রসংক্রান্তি। কাল সোমবার থেকে শুরু হচ্ছে নতুন বছর ১৪২১।- পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করতে আয়োজনের যেন শেষ নেই। আজ বছরের শেষ দিন চৈত্রসংক্রান্তির আয়োজন করেছে সুরের ধারা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়। কাল ভোর সাড়ে পাঁচটায় একই স্থানে হবে ‘সহস্র কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠান।
ঋষিজের আয়োজনে বর্ষবরণ উৎসব হবে ভাসানী সড়কে (শিশুপার্কের সামনে) নারকেলবীথি চত্বরে। অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে সাতটায়। ধানমন্ডির রবীন্দ্রসরোবরে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে ভোর ছয়টায়। আয়োজন করেছে ধানমন্ডি ক্লাব লিমিটেড। সকাল পৌনে সাতটায় ধানমন্ডি ২/এ নম্বর সড়কে রাইফেলস স্কয়ারের বিপরীতে লেকের ধারে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে মীনাবাজার।
বারিধারার লেকসাইড রাজউক পার্কে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করেছে বারিধারা সোসাইটি। অনুষ্ঠান শুরু হবে সকাল আটটায়। চট্টগ্রামে দুই দিনব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে আজ রবিবার । চট্টগ্রাম ডিসি হিলে তা আয়োজন করেছে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ। রবিবার চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে চারটায়। কাল বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে ভোর ছয়টায়।
পাবনার এডওয়ার্ড কলেজ মাঠে ‘রুচি বৈশাখী কনসার্ট’ শুরু হবে সকাল পৌনে নয়টায়। খুলনায় নগর সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান আয়োজন করেছে শহীদ হাদিস পার্কে। বগুড়ায় ‘দিনবদলের মঞ্চ’র আয়োজনে দুই দিনব্যাপী বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান হবে। সিলেটে হবে সুবিদ বাজারের ব্লু বার্ড স্কুলে। ময়মনিসংহ সেবা নিকেতনের আয়োজনে টাউন হল (মুক্তমঞ্চ) শহীদ মিনারে আজ রবিবার থেকে তিন দিনব্যাপী নববর্ষ বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।