রাজনগরে আবার ডাকাত সন্দেহে গ্রামবাসীর হাতে ১ জন আটক
মৌলভীবাজার থেকে আব্দুল হাকিম রাজঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার তুলাপুর গ্রামে শুক্রবার ও ডাকাত সন্দেহে ১ জনকে আটক করেছে গ্রামবাসী। সে উপজেলার চৌধুরীবাজারের সুমন মিয়ার পুত্র সেলিম মিয়া (২৩) বলে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানায়। বৃহস্পতিবার ও দেলোয়ার নামে একজনকে ডাকাত সন্দেহে আটক করে স্থানীয় জনতা পুলিশে দিলেও পুলিশ শুক্রবার সকালবেলা তাকে ছেড়ে দিয়েছে।অভিযোগ রয়েছে আটক ব্যক্তিকে ছাড়াতে দশ হাজার টাকা উৎকোচ দিতে হয়েছে পুলিশকে।এলাকাবাসী সুত্রে জানা যায়,শুক্রবার রাত ১১ ঘটিকায় তুলাপুর গ্রামের প্রদীপ দাশের বাড়ীর পেছনের বাঁশঝাড় ঝোপে আটক যুবককে দেখতে পেয়ে বাড়ির লোকজন তাকে ঘেরাও করে আটক করে। আটকের পর সে সন্দেহজনক কথাবার্তা বলায় উত্ত্যম-মধ্যম দিয়ে পুলিশকে খবর দেয়া হয়।এদিকে আটক যুবককে কেউ বলছে ডাকাতদের সোর্স, আবার কেউ বলছে মেয়ে সংক্রান্ত ঘটনায় সে এখানে এসেছিল।কিন্তু স্থানীয়দের জিজ্ঞাসাবেদ আটক ব্যক্তি জানায়,রাস্তা দিয়ে যাবার সময় বাঁশঝাড়ের পাশে তার মানিব্যাগ পড়ে যাওয়ায় কারনে সে তার মানিব্যাগ খোঁজতে থাকলে গ্রামবাসী তাকে ডাকাত বলে আটক করেছে।