কানাইঘাটে যুবলীগ নেতা নজরুল হত্যাকান্ড : জামায়াত শিবিরের ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাটে চাঞ্চল্যকর যুবলীগ নেতা নজরুল হত্যা মামলায় জামায়াত শিবিরের ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে গত রোববার সিলেটের সিনিয়র জুডিশিয়্যাল ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট জেলা শাখা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই।

মামলায় অভিযোক্তরা হলেন কানাইঘাট উপজেলা জামায়াত নেতা ও মনসুরিয়া মাদ্রাসার শিক্ষক মাও. সাইফুল আলম, উপজেলা জামায়াত নেতা কামাল উদ্দিন, শরিফ উদ্দিন, কাওছার আহমদ, এনামুল হক, শামিম আহমদ, আব্দুর রাজ্জাক, সাহাব উদ্দিন, রুমান আহমদ, শিহাব উদ্দিন, সিরাজুল হক সিরাই, জালাল উদ্দিন ভূইয়া, আব্দুল খালিক কালাই, বুলবুল আহমদ, শিবির নেতা সেলিম উদ্দিন, সালেহ আহমদ, দেলওয়ার, ইকবাল হোসেন, রশিদ আহমদ, রায়হান উদ্দিন, ফয়ছল আহমদ, শিব্বির আহমদ, ও জাহাঙ্গীর আলম।
এদের মধ্যে সালেহ আহমদ, এনামুল হক ও জাহাঙ্গীর আলম বর্তমানে জেল হাজতে এবং মাওলানা সাইফুল আলম দীর্ঘ ৪ মাস কারাভোগের পর গত বুধবার জামিন লাভ করেন।
উলে¬খ্য গত ১৪ ডিসেম্বর রাত ১০টার দিকে কানাইঘাট বাজার থেকে বাড়ী ফেরার পথে কানাইঘাট পৌরসভার নন্দিরাই চত্বর এলাকায় কানাইঘাট উপজেলা যুবলীগ নেতা নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এঘটনায় নিহতের ভাই কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনির উদ্দিন বাদী হয়ে জামায়াত শিবিরের ২২ নেতাকর্মীর নাম উলে¬খ সহ অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামী করে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলাকালে গত ১৭ ফেব্র“য়ারী সিলেট জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইন্চার্জ মোঃ আব্দুল হাইকে এর তদন্তের দায়িত্বভার দেওয়া হয়।