শিল্পীর আপত্তিকর এক বক্তব্যে প্রথমদিনই দুর্ব্বিণ শাহ লোক উৎসব পন্ড

Durbinsha--1ছাতক প্রতিনিধিঃ ছাতকে দু’দিনব্যাপী মরমী কবি দুর্ব্বিণ শাহ লোক উৎসব প্রথমদিনই পন্ড হয়ে গেছে। শিল্পীর আপত্তিকর এক বক্তব্যে দর্শক-শ্রোতা উৎসব পন্ড করে দেয়। বুধবার সন্ধ্যায় পাবলিক খেলার মাঠে দু’দিনব্যাপী দুর্ব্বিণ শাহ লোক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। দুর্ব্বিণ শাহ স্মৃতিচারনমুলক আলোচনা সভা শেষে শুরু হয় লোক উৎসবের মুল পর্ব। রাত ১০টায় দুর্ব্বিণ শাহ’র লেখা গান পরিবেশন করতে মঞ্চে উঠেন ফকির শাহাব উদ্দিন। জনপ্রিয় এ শিল্পীর গান শুনতে শ্রোতাদের আগমনে মাঠ কানায়-কানায় পূর্ন হয়। কয়েকটি গান পরিবেশনের পর শিল্পী ফকির শাহাব উদ্দিনের দেয়া এক আপত্তিকর বক্তব্যে উপস্থিত শ্রোতাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাঠজুড়ে হৈ-চৈ শুরু হলে নিজ বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন ফকির শাহাব উদ্দিন। কিন্তু কিছুতেই উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এক পর্যায়ে ছাতকে না আসার ওয়াদা করে মঞ্চ ত্যাগ করে চলে যান ফকির শাহাব উদ্দিন। তখনই পন্ড হয়ে যায় দু’দিনব্যাপী দুর্ব্বিণ শাহ লোক উৎসব। এ ব্যাপারে উৎসব উদযাপন কমিটির সভাপতি ডাঃ আফসার উদ্দিন জানান, একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রথমদিনের উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে আবহাওয়ার কারনে ২য়দিনের অনুষ্ঠান উপজেলা অডিটোরিয়ামে স্থানান্তর করা হয়েছে।