শাবিতে আন্দোলন অব্যাহত : তদন্ত রিপোর্ট ১৭ এপ্রিল
সুরমা টাইমস রপোর্টঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে জড়িয়ে শিক্ষকের কটুক্তি ও কর্মচারী কর্তৃক ছাত্রী যৌন হয়রানির ঘটনায় লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। যৌন হয়রানির ও বিভাগের সার্বিক বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট বৃহস্পতিবার প্রকাশের কথা থাকলেও ভিসি আন্দোলনকারীদের কাছ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সময় চেয়ে নেন। এ ঘটনায় ৩ দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের আন্দোলনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনব্যাপী গণ-স্বাক্ষর গ্রহণ করা হয়।
জানা গেছে, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নাছির উদ্দিনকে চাকরিচ্যুত, বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আনোয়ারা বেগমকে স্বপদ থেকে অব্যাহতি এবং কর্মচারী আবু সালেহ’র স্থায়ী বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। দাবি আদায়ে গণস্বাক্ষর কর্মসূচিতে প্রায় দুই হাজার শিক্ষার্থী স্বাক্ষর করেছে। এদিকে বিকেল পাঁচটায় আন্দোলনকারীরা ভিসি অধ্যাপক ড. মো. আমিনুল হক ভুইয়া দেখা করলে তিনি সুষ্ঠু তদন্তে জন্য সময় চেয়ে নেয়। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা তদন্ত রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবে না বলে ভিসিকে জানান।