দিরাইয়ে দু’দিনে দুটি আত্মহত্যা
জুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই পৌর শহরের আয়লাবাজ গ্রামের সফিকুল ইসলাসের স্ত্রী জবা বেগম (২০) গতকাল বুধবার দুপুর দুইটার সময় তার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গ্রামবাসি ও পুলিশ সুত্রে জানা যায়, প্রায় এক বছর আগে একই গ্রামের নরেন্দ্র কুমার দাসের মেয়ে জবা রানী ও সফিকুল ইসলামের প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ে হয়। বিয়ের পর সাচ্ছন্দেই জিবন জাপন করে আসছিলেন এই দম্পত্তি। বিয়ের পর তার নাম পরিবর্তন করে জবা রানী থেকে জবা বেগম রাখা হয়েছিল, কেনো সে আত্মহত্যা করল তা কেউই বলতে পাড়ছেন না।
প্রসঙ্গত, গত মঙ্গলবার একই এলাকয় গলায় ফাঁস লাগিয়ে আরেকটি আত্মহত্যার ঘটনা ঘটে। এলাকা বাসি জানান, একই উপজেলার করিমপুর ইউনিয়নের মকসদপুর গ্রামের টুনু মিয়ার মেয়ে জবা বেগম (১২) দীর্ঘ দিন জাবত বাতেন চৌধুরী নামের তার এক আত্মীয়ের বাসায় জি’য়ের কাজ করতেন।