বরিশালের সাবেক মেয়র হিরণের ইন্তেকাল
ডেস্ক রিপোর্টঃ বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শওকত হোসেন হিরণ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। -বুধবার সকাল ৭ টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৮ বছর। গত কয়েকদিন ধরেই তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। গত ২২ মার্চ শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হিরণ। মেঝেতে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হলে তার মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়।
তাৎক্ষণিকভাবে তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকদের পরামর্শে রাতেই তাকে ঢাকা অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ মার্চ অ্যাপোলোতে হিরণের মস্তিস্কে প্রথম দফায় অস্ত্রোপচার করা হয়। পরের দিনই তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়। কিন্তু তার অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাকে দেশে ফেরত পাঠানো হয়। এরপর সিঙ্গাপুর থেকে দেশে ফিরিয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময় থেকেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন।