ছাতকে আজ থেকে দু’দিনব্যাপী দুর্ব্বিণ শাহ লোক উৎসব
ছাতক প্রতিনিধিঃ ছাতকে আজ থেকে শুরু হচ্ছে দু’দিনব্যাপী দুর্ব্বিণ শাহ লোক উৎসব। উৎসব উপলক্ষে গত এক সপ্তাহ ধরে বিভিন্ন আয়োজন ও প্রচার-প্রচারনা চলছে। প্রতি বছরের ন্যায় এবারো ছাতক পাবলিক খেলার মাঠে (মন্টু বাবুর মাঠ) দুর্ব্বিণ শাহ লোক উৎসব অনুষ্ঠিত হবে। আজ বুধবার বিকেল ৫টায় দুর্ব্বিণ শাহ লোক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। বিকেল সাড়ে ৫টায় দুর্ব্বিণ শাহ স্মৃতিচারনমুলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। উৎসবে স্থানীয় শিল্পীদের পাশাপাশি সঙ্গীত প্রেমী শ্রোতাদের গানে-গানে মুগ্ধ করতে আবারো আসছেন প্রখ্যাত বাউল ও দুর্ব্বিণ শাহ সাধক ফকির শাহাব উদ্দিন ও ফোক শিল্পী পলাশ ওরফে গামছা পলাশ। আয়োজক কমিটির সভাপতি ডাঃ আফসার উদ্দিন জানান, জ্ঞানের সাগর উপাধিতে ভূষিত দুর্ব্বিণ শাহ আমাদের গর্বের সম্পদ। প্রতি বছরই এখানে মরমী সাধক দুর্ব্বিণ শাহ স্মরনে লোক উৎসবের আয়োজন করা হয়। সকলের সার্বিক সহযোগিতায় এবছরও সফলভাবে দুর্ব্বিণ শাহ লোক উৎসব সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।