গোয়াইঘাট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত
গোয়াইঘাট প্রতিনিধিঃ গোয়াইঘাটের বিছনাকান্দি সীমান্তে খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। নিহতের নাম দেলোয়ার হোসেন (১৬)। -মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। দেলোয়ারের বাবার নাম ডাক্তার শাহ আলম। গ্রাম মুসলিম পাড়ায়। জানা গেছে, দুপুর ২টার দিকে ভারতীয় সীমান্ত বিছনাকান্দি এলাকার ১২৬২ নম্বর পিলারের উত্তর পাশে পেন্টা নামক স্থানে লাকড়ি কুড়াতে যায় দেলোয়ার। তখন ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই সে মারা যায়।
এখনো লাশ ঘটনাস্থলেই পড়ে আছে। এ বিষয়ে বিজিপি ও বিএসএফের পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।