কাজিরবাজার ব্রীজের দক্ষিণ-পশ্চিম দিকে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে অর্থমন্ত্রীর সাথে এলাকাবাসীর সাক্ষাৎ

Ortho Montry  Photo-5-04-14সিলেট সুরমা নদীর উপর নির্মাণাধীন কাজিরবাজার ব্রীজের দক্ষিণ-পশ্চিম দিকে একটি সংযোগ সড়ক নির্মাণের জন্য ২৫ ও ২৬ নং ওয়ার্ডবাসী এবং বৃহত্তর বরইকান্দি, মোল্লারগাও ইউপি, কামালবাজার ইউপি, ধরাধরপুর, কুজারখলা এলাবাসীর পক্ষ থেকে আলোকিত সিলেট বিনির্মাণের কারিগর মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বরাবরে একখানা লিখিত আবেদন পত্র প্রদান করেন। এডভোকেট মো: খালেদ জুবায়ের স্বাক্ষরিত লিখিত আবেদনে এলাকাবাসীর পক্ষে উল্লেখ করা হয় যে, উল্লেখিত এলাকাসমূহের সুদীর্ঘকাল যাবত হাজার হাজার পরিবার স্থায়ীভাবে বসবাস করে। অত্র এলাকার হাজার হাজার জনগণ সুরমা নদীর উপর কাজিরবাজার ব্রীজ নির্মাণ হচ্ছে দেখে এলাকার উন্নয়নে আশার আলো দেখতে পান। কিন্তু ব্রীজের কাজ প্রায় শেষ পর্যায়ে এসে যখন ব্রীজের দক্ষিণ দিকে লিংক রোড নির্মাণের পরিকল্পনা জানতে পারেন এবং কাজ হচ্ছে দেখে এলাকাবাসী অত্যন্ত মর্মাহত ও আশাহত হন। এলাকার উন্নয়নের বাতি নিভে যাচ্ছে দেখে অত্র এলাকাবাসী আজ হতাশায় জর্জরিত। অত্র এলাকাবাসী বিশ্বাস করেন যে, মাননীয় অর্থমন্ত্রীর সদয় দৃষ্টিই পারে অত্র এলাকাসমূহ রক্ষার্থে নির্মাণাধীন কাজিরবাজার ব্রীজের দক্ষিণ-পশ্চিম দিকে একটি সংযোগ সড়ক নির্মাণ করে অত্র এলাকাসমূহকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করতে। 
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, আসাদ উদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সাবেক চেয়ারম্যান হাজী রইছ আলী, হেলাল বক্স, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন, মানিক মিয়া, নাসির উদ্দিন, জামাল আহমদ, লিলু মিয়া, ইউসুফ মিয়া, শামীম আহমদ, এডভোকেট খালেদ জুবায়ের, মুসাদ্দেক হোসেন মুসা, বাবর আহমদ রনি, দিলোয়ার হোসেন রানা, ফখরুল ইসলাম রুমেল, সাজ্জাদুর রহমান, সাজন আহমদ, হাফিজ আব্দুল কাইয়ুম জাকির, আব্দুল করিম লিটন, মুছলেউর রহমান বাবলা, সালাহ উদ্দিন রাজু, আলী আহমদ জুয়েল, সুরমান আলী, কামরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি