জিটিভির প্রতিদিনের ধারাবাহিক‘শোধ
সুরমা টাইমস বিনোদনঃ শাহদাৎ হোসেন সুজন এর পরিচালনায় এবং সৌরভ এর রচনায় জিটিভির প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘শোধ’। -ধারাবাহিকটি জিটিভিতে সপ্তাহের প্রতি শনি থেকে মঙ্গলবার রাত ৯টা ২৫মিনিটে প্রচারিত হয় । প্রতিদিনের এই ধারাবাহিক নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আল মামুন, নিমা রহমান, মৌসুমী নাগ, শোয়েব, ফারজানা ছবি, মুনিয়া, সিগ্ধা, আরমান পারভেজ মুরাদ, জয়শ্রীকর জয়া, ইউসুফ রাসেল এবং আরও অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে….
ইয়াসিন সাহেবের বাড়ীতে আজ খবরের কাগজের একটা খবর দেখার পরে তার তিন মেয়েসহ সবাই আনন্দে মুখর। ইয়াসিন সাহেব, যিনি পেশায় কিনা একজন উকিল, তার একটি কেস জেতার খবর পেপারে বেরিয়েছে। কেসটাও একটু অদ্ভুত ধরনের। চট্টগ্রামের একটি ছেলে কিডনী চিকিৎসার জন্য ডাঃ আক্তার এর কাছে আসে। কিন্তু ডাক্তারের অবহেলার কারনে ছেলেটি মারা যায়। ডাঃ আক্তার শহরের নামীদামী ডাক্তার। খবরের কাগজে, মিডিয়াতে বা শহরের বড় বড় পার্টিতে সব সময় তার ব্যাপারে চর্চা হয়। ডাঃ আক্তারের দুই ভাই সোবহান খান আর ফারহান খান। ফারহান এদের মধ্যে সবচেয়ে ছোট। বড় দুই ভাইয়ের আদর আর ভালোবাসা পেয়ে সে জেদী আর অহংকারী হয়ে গেছে। প্রেমের ব্যাপারে তার খুব একটা আগ্রহ নেই, কিন্তু যেটা সে চায় সেটা সে করেই ছাড়ে। মৃত ব্যাক্তির ব্যাপারে কোর্ট ডাঃ আক্তারকে বিপুল অংকের টাকা জরিমানা করে। যা কিনা মৃত ব্যাক্তির বাবা-মা কে দেয়া হয়। এদিকে এ ব্যাপারে ডাঃ আক্তারের বাড়ীতে দুঃখের ছায়া আর অন্যদিকে ইয়াসিনের বাড়ীতে খুশীর বন্যা বয়ে যাচ্ছে। তার বাড়ীতে দ্বিগুন খুশী। একদিকে কেস জেতা আর অন্যদিকে বড় মেয়ের বিয়ে। অন্য শহরের এক বিখ্যাত ব্যবসায়ী পরিবারে ইয়াসিন সাহেবের বড় মেয়ে রেশমীর বিয়ে ঠিক হয়েছে। পাত্র খালেদের সাথে পাত্রী রেশমীর দেখা সাক্ষাতও হয়েছে। পারিবারিক ভাবে বিয়ে হচ্ছে। দুই পরিবার এই বিয়ে ঠিক করেছে। ইয়াসিন সাহেব খালেদের পরিবারের মতো ধনী না হলেও ওকালতি এবং সততার জন্য সমাজে সম্মান আছে। ইয়াসিন সাহেবের দেয়া অপমান আক্তার এবং আক্তারের পরিবার এর সহ্য হচ্ছিল না। আক্তারের ছোট ভাই ফারহান রাগাম্বিত হয়ে ইয়াসিন সাহেবের বাসায় আসে এবং অপমান করতে চায়। তখন ইয়াসিনের বড় মেয়ে রেশমী ফারহানকে উল্টো অপমান করে ঘর থেকে বের করে দেয়। এমনি করে চলতে থাকবে নাটকের গল্প।