সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের নির্বাচন সম্পন্ন

বিনা প্রতিদন্ধিতায় অনুপ সভাপতি পূর্ণঃ নির্বাচিত, রজত তৃতীয় বারের মত সাধারণ সম্পাদক

21-copy2সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ১৪২১-১৪২২ বাংলা মেয়াদের নির্বাচনী চূড়ান্ত প্রক্রিয়া গতকাল ৩০মে শুক্রবার বিকাল ৪টায় পূর্ব শাহী ঈদগাহ জেলা শিল্পকলা একাডেমীতে সম্পন্ন হয়। নির্বাচনে তপশীল অনুযায়ী গতকাল (শুক্রবার) ভোট গ্রহণের কথা ছিল। কার্যকরী কমিটির ৯টি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদন্ধিতায় সভাপতি পদে লিটল থিয়েটারের অনুপ কুমার দেব পূণরায় সভাপতি, সহ সভাপতি পদে খোয়াজ রহিম সবুজ (নাট্যালোক সিলেট) পূণরায় দায়িত্বে আসেন। পর পর তৃতীয় বারের মত নাট্যমঞ্চ সিলেটের এর রজত কান্তি গুপ্ত সাধারণ সম্পাদক এর দায়িত্ব পান। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, মোস্তাক আহমদ যুগ্ম সম্পাদক (থিয়েটার বাংলা) পূণঃনির্বাচিত, কামরুল হক জুয়েল কোষাধ্যক্ষ (থিয়েটার সিলেট) পূণঃনির্বাচিত, অন্যান্যের মধ্যে কার্যকরি কমিটির দায়িত্ব পেয়েছেন মোঃ সাইফুর রহমান চৌধুরী সুমন (দিগন্ত থিয়েটার) প্রচার ও দপ্তর সম্পাদক, নির্বাহী সদস্য (১) ইন্দ্রানী সেন শম্পা (উদীচী), ইসমাইল হোসেন তফাদার (থিয়েটার সাস্ট), রকিবুর হাসান রুমন (নবশিখা)। কমিটি ঘোষনা উপলক্ষ্যে নব নির্বাচিতদের এক পরিচিত সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান পরিচালক নিজামউদ্দিন লস্কর। সভায় নব নির্বাচিতদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন অন্যতম পরিচালক নিরঞ্জন দে। পরিচিত পর্ব শেষে নতুন কমিটির নেতৃবৃন্দ একে একে বক্তব্য রাখেন। পরিচিত অনুষ্ঠানে শুভেচ্ছা জানান, নব নির্বাচিত পরিচালক রওশন আরা মনির রুনা, প্রাক্তন পরিচালক অরিন্দম দত্ত চন্দন, কথাকলি সিলেট এর সভাপতি মু. আনোয়ার হোসেন রনি, স্পৃহা থিয়েটার এর সভাপতি মনির আহমদ, লিটন থিয়েটারের মিশফাক আহমদ মিশু প্রমুখ। নব নির্বাচিতদের পরিচিতি সভায় পরিষদের প্রায় সকল সদস্য সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি