সৈয়দ ইলিয়াস আলী ছিলেন শিক্ষাক্ষেত্রে নিবেদিত প্রাণ
শাহজালাল উচ্চ বিদ্যালয়ে শোক সভায় বক্তারা
দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের হযরত শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী সৈয়দ ইলিয়াস আলীর স্মরণে গতকাল বৃহস্পতিবার এক শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মায়েজুর রহমান শিকদারের পরিচালনায় আয়োজিত শোক সভায় বক্তারা বলেন, সৈয়দ ইলিয়াস আলী ছিলেন জালালপুরের শিক্ষার উন্নয়নে এক নিবেদিত প্রাণ। তিনি জালালপুর সিনিয়র মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা ও শাহজালাল উচ্চ বিদ্যালয় সহ এলাকার সব ক’টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সমাজসেবায়ও তার অবদান অনস্বীকার্য। সৈয়দ ইলিয়াস আলীর মৃত্যুতে অত্র এলাকার যে অপুরণীয় ক্ষতি সাধিত হয়েছে তা সহজে পুরণ হবার নয়।
সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশীষ কুমার পাল, সাবেক শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিন, বিশিষ্ট মুরব্বী সৈয়দ মনোহর আলী, সৈয়দ ইছরাব আলী, মরহুমের পুত্র সৈয়দ আনোয়ার আলী, সৈয়দ আনহার আলী, সৈয়দ আজমান আলী, সৈয়দ সোহেল আহমদ, শিক্ষানুরাগী সৈয়দ আজমল আলী, বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কাদির, সৈয়দ মবশ্বির আলী, সমাজকর্মী সৈয়দ আশরাফ আহমদ লিমন প্রমুখ। বিজ্ঞপ্তি