ধলাই নদীর বাঁধ ভাঙনের মধ্যে ঝুঁকিপূর্ণ বসবাস
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চৈতন্যগঞ্জ এলাকায় ধলাই নদীর ভাঙন দেখা দিয়েছে। নদীর পাড়ের মাটি ধলাই নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে করে চৈতন্যগঞ্জ তথা নদীর পাড়ের কয়েকটি পরিবার বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় জীবন যাপন করছেন।
সরজমিন দেখা যায়, চৈতন্যগঞ্জ এলাকায় নদীর পাড়ের কাছাকাছি অনেক পরিবার বসবাস করছেন। প্রায়ই নদীর পাড় ধাপে ধাপে বড় বড় ঝাঁক নিয়ে মাটি নদী গর্ভে বিলীন হচ্ছে। যার ফলে বেশ কয়েকটি পরিবার নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। একাধিক পরিবার নদী গর্ভে বিলীন হওয়ার ভয়ে বাড়ি বেধে অন্যত্র বসবাস করার জন্য চলে যাচ্ছেন। ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: ইসরাইল মিয়া (সমুজ) জানান, তিনি ব্যক্তিগত প থেকে ২০ হাজার টাকা ব্যয়ে মাটি কাটিয়ে বাঁধ মেরামত করেছেন। তিনি জানান, ইউনিয়ন পরিষদের বরাদ্ধ কম। এই কম বরাদ্ধে ধলাই নদীর বাঁধ মেরামত করা যাচ্ছে না। আলাদা প্রকল্প গ্রহণ করে এই বাঁধ নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপরে নিকট আকুল আবেদন জানান। স্থানীয় এলাকাবাসী সমেরন্দ্র দাস, নুরুল হোসেন, রেনু মিয়া, সেলিম মিয়াসহ একাধিক ব্যক্তি এ প্রতিবেদককে জানান, সর্বনাশা ধলাই নদীর কারণে অসহায় হয়ে পড়েছেন ধলাই পারের মানুষ। এখানে হাজার হাজার জমিতে ফসল ফলে। ধলাই ভাঙনে বন্যার পানিতে সম্পূর্ণ ফসল তলিয়ে গিয়ে তি সাধিত করে। পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করতে হচ্ছে। তাই বন্যা মৌসুমের পূর্বে ধলাই নদীর বাঁধ মেরামতের নিকট কর্তৃপরে দৃষ্টি দেয়া প্রয়োজন।