৩ দিনের মধ্যে ইউক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া

ukraine newsসুরমা টাইমস ইন্টারন্যাশনালঃ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) প্রধান জেনারেল ফিলিপ ব্রেডলাভ বলেছেন, ‘আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে ইউক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া। এজন্য ইউক্রেন সীমান্তে পর্যাপ্ত সেনা মোতায়েন করেছে দেশটি।’
বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ফিলিপ ব্রেডলাভ বলেন, ‘রাশিয়া সীমান্তে যে সৈন্য মোতায়েন করেছে তা অত্যন্ত শক্তিশালী। ইউক্রেন আক্রমণের জন্য তা যথেষ্ট।’
তিনি বলেন, ‘রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেন আক্রমণের জন্যে পর্যাপ্ত এয়ারক্রাফট, হেলিকপ্টার, হাসপাতাল ও ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার প্রস্তুত করে রেখেছে।’
ন্যাটোর এ কর্মকর্তা জানান, রাশিয়ার আক্রমণ থেকে ইউক্রেনকে রক্ষা করতে ন্যাটো বাহিনী প্রস্তুতি নিচ্ছে।