আগামী অর্থবছরে নতুন বেতন স্কেল দেয়ার চেষ্টা হচ্ছে

hasinaসুরমা টাইমস রিপোর্টঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকার আগামী অর্থবছরে নতুন পে-স্কেল দিতে পারবে। তিনি আজ সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সেলিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে একথা বলেন। শেখ হাসিনা বলেন, প্রজাতন্ত্রের সকল শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি বেতন ও চাকরি কমিশন গঠন করা হয়েছে। ১৫ সদস্য বিশিষ্ট এ কমিশন ইতোমধ্যে দু’টি সভায় মিলিত হয়েছে উল্লে¬খ করে তিনি বলেন, ‘কমিশন তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ শুরু করেছে এবং বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারী এবং পেশাজীবী সংগঠনের সাথে মতবিনিময় করছে।’
প্রধানমন্ত্রী বলেন, পিতামাতাসহ অনূর্ধ্ব ৬ জনের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয় নির্বাহের বিষয়সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় বিবেচনায় রেখে কমিশন সরকারের কাছে নতুন পে-স্কেল প্রদানের সুপারিশ পেশ করবে। কমিশনের জন্য নির্ধারিত মেয়াদ ৬ মাস থাকলেও বিএনপি-জামায়াত-শিবিরের ব্যাপক ধ্বংসাত্মক কর্মকা-ের জন্য তাদের কাজ শুরু করতে বিলম্ব হয়েছে উলে¬খ করে শেখ হাসিনা আশা করেন সুপারিশ আগামী ৬ মাসের মধ্যে পাওয়া যেতে পারে।তিনি বলেন, সেই সুপারিশ বিবেচনা করে সরকার আগামী অর্থবছরে নতুন বেতন ভাতার স্কেল ঘোষণা করতে পারবে।