প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে : প্রধানমন্ত্রী
সুরমা টাইমস রিপোর্টঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধীদের প্রতি সবাইকে সহানুভূতিশীল হতে হবে। তিনি প্রতিবন্ধীদের সহযোগিতায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান। বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অটিজম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার প্রতিবন্ধী ফাউন্ডেশন গঠন করেছে। তিনি বলেন, প্রতি বছর প্রতিবন্ধী শিশুদের জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। তিনি বলেন, প্রতিবন্ধীতের জন্য ভাতা চালু করা হয়েছে। ই-তথ্য কোষে প্রতিবন্ধীদের জন্য একটি উইন্ডো খোলা হচ্ছে।