বিশ্বনাথে পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র-কাউন্সিলর প্রার্থীরা মাঠে!

photoতজম্মুল আলী রাজু, বিশ্বনাথ: প্রস্তুতি চলছে। কে কোন পদে প্রার্থী হবেন। আগাম জানানো হচ্ছে জনগণ কে। নির্বাচনে প্রার্থী হিসেবে অনেকে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থী হিসেবে মাঠ পর্যায়ে নিজেদের পরিচয় দিয়ে যাচ্ছেন। কিন্তু এখনও বিশ্বনাথ পৌরসভা ঘোষনা করা হয়নি। হয়নি সীমানা নির্ধারণ। অনেকে বলেন, স্থানীয় ‘বাসিয়া সেতুর’ সামন থেকে প্রায় চথুর দিক তিন কিলোমিটার সীমানা নেয়া হয়েছে। ওই সিমানায় বিশ্বনাথ সদর ইউনিয়নের বিশ্বনাথ পুরান, নতুনবাজার, চান্দশীরকাপন, শরিষপুর, মন্ডলকাপন, সুড়িরখাল, শেনারগাঁও, ভোগশাইল, বৈদ্যকাপন, উজান মসলা, হরিকলস, মসলিস ভোগশাইল, জাহারগাঁও, কারিকোনা, শাহজিরগাঁও, রাজনগর, মোল্লারগাঁও, জানাইয়া, মুফতিরগাঁও, বিশ্বনাথেরগাঁও, নরশিংপুর, শ্রীধরপুর, চৌধুরীগাঁওসহ আরো বেশ কয়েকটি গ্রাম পৌরসভার সীমানায় রয়েছে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পুরণ হতে চলায় উপজেলাবাসী খুশি।
নির্বাচন উপলক্ষে দেখাগেছে, উপজেলা সদরসহ আশপাশ এলাকায় সম্ভাব্য মেয়র প্রার্থীদের বিলবোর্ড বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সাঁটানো হয়েছে। দলীয় সমর্থন চেষ্ঠা আগে বাগেই নেয়ার চেষ্ঠা চলছে। এতে প্রবাসীরা রয়েছেন। তাদের তালিকা দীর্ঘ হতে পারে বলে সচেতন মহল মনে করছেন। ইতিমধ্যে প্রবাস থেকে দেশে এসে প্রবাসীরা পরিচিত হচ্ছেন। তারা নির্বাচনে অংশ নেয়ার কারণে রাজনৈতিক, সামাজিক, খেলা, বিবাহসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন তাদের কাজ।
বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন পৌরসভা বাস্তবায়ক কমিটি বিশ্বনাথের আহবায়ক প্রবাসী, শিল্পপতি মো. সুনু মিয়া, বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. পংকি খান, পৌরসভা বাস্তবায়ন কমিটি যুক্তরাজ্যের আহবায়ক মো. আকদ্দুছ আলী, জানাইয়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রইছ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা শামছুল আলম ছরকুম, যুক্তরাজ্য বিএনপি নেতা এম. এ. রব, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা দক্ষিণের সভাপতি ফখরুল ইসলাম খান, নাগরিক কমিটির ব্যানারে যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রহিম রঞ্জু। কাউন্সিলর পদে সাংবাদিক মোহাম্মদ আলী শিপন, প্রবাসী আবুল কালাম, বিশ্বনাথের গাঁও গ্রামের আব্দুস সালাম মুন্না, ছাত্রদল নেতা শাহজাহান, রহিম মিয়া, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফখরুল আহমদ, সংগঠক ফুলকাছ মিয়া, তবে এ তালিকা আরো দীর্ঘ হতে পারে বলে জানাগেছে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, পৌরসভা হওয়ার উপযোগী শহর বিশ্বনাথ। বিগত আওয়ামী লীগ সরকারের সময় পৌরসভায় উন্নীত করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষনার বাকি রয়েছে। তিনি বলেন, ঘোষিত হওয়ার প্রায় ১ বছর পর নির্বাচন করতে সময়ের প্রয়োজন আছে।
উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যান বলেন, দলের অনেক প্রার্থী রয়েছে মেয়র পদে নির্বাচন করবে। তবে নির্বাচনের পূর্বে বৈঠক করে একজন কে দল সমর্থন দিবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা বলেন, পৌরসভার গ্রেজেট হয়েছে। এখন হাতে আসেনি। কতদিন সময় লাগবে গ্রেজেট আসতে এ প্রসঙ্গে তিনি বলেন, সটিকভাবে বলা যাচ্ছেনা কতদিন সময় লাগতে পারে।
সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, পৌরসভা নির্বাচনে আমাদের দলের প্রার্থী থাকবে। তিনি বলেন, এখনও পৌরসভা ঘোষনা করা হয়নি। আগামী রবিবার জাতীয় সংসদে শীঘ্রই ঘোষনা করার জন্য দাবি জানাবো।