মিলান বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
নাজমুল হোসেন ,মিলান ইতালি থেকেঃ ইতালির মিলানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মিলান বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ রবিবার সকাল ১১ টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে মিলান বিএনপির সভাপতি খান এমদাদ হোসেনের সভাপতিত্বে মিলান বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রিপন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মিলান বিএনপির সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মনির,বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন,বিএনপির সাং ঘটনিক সম্পাদক হারুন উর রশিদ,সহ সভাপতি আব্দুল মান্নান,আবুল কালাম,শাহীন মাহমুদ,যুবদল নেতা মিঠু ,রাসেল ,স্বেচ্ছা সেবক দলের জুয়েল পাশা প্রমুখ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষক এটা ইতিহাস ও বাস্তবতা দিয়ে স্বীকৃত। এটাকে যারা স্বীকার করেনা তারা পরশ্রীকাতরতা ও হীনমন্যতায় ভুগে এবং তারা প্রকৃতপক্ষে স্বাধীনতা বিরোধী এবং দেশবিরোধী একটা কুচক্রী মহল। শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণায় উজ্জীবিত হয়ে মানুষ পাক সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয় মহান স্বাধীনতা।আজ যারা আইনের মাধ্যমে শহীদ জিয়ার অসামান্য অবদানকে মানুষের কাছ থেকে মুছে দিতে চায় তারাই অচিরেই মানুষের কাছ থেকে আস্থাকুড়ে নিক্ষিপ্ত হয়ে বাংলাদেশের রাজনীতি থেকে চির বিদায় হবে ইনশাল্লাহ। বাংলাদেশ যতদিন এই পৃথিবীর বুকে থাকবে, জিয়াও বেঁচে থাকবেন ততদিন শ্রদ্ধা ও সন্মানের সাথে ।