নায়ক রাজ রাজ্জাক হাসপাতালে
সুরমা টাইমস বিনোদনঃ কয়েক মাস ধরে শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন অভিনেতা রাজ্জাক। এর মধ্যে একাধিকবার উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংককেও নিয়ে যাওয়া হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত রোববার রাজ্জাককে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ড. জোবায়েরের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকের সূত্র দিয়ে রাজ্জাকের ছেলে সম্রাট বললেন, ‘কয়েকটি কাজ নিয়ে আব্বা একটু ব্যস্ত ছিলেন। পাশাপাশি হঠাৎ গরম পড়ে যাওয়ায় তার শরীর একটু খারাপ করেছে। বুকে ঠাণ্ডা জমেছে। সঙ্গে অ্যালার্জি বেড়েছে। নিউমোনিয়াও আছে। বাসায় নিয়ে গেলে আব্বা অনিয়ম করতে পারেন, তাই হাসপাতালে রাখা হয়েছে।’ সম্রাট আরও জানান, দুশ্চিন্তার কারণ নেই। তিনি কথা বলছেন, খাচ্ছেন। আজ রাতে [মঙ্গলবার] বা আগামীকাল তাকে বাসায় নেওয়ার অনুমতি দেওয়া হতে পারে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পাঁচবার সেরা অভিনেতা আর আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন রাজ্জাক। ৫০ বছরের ক্যারিয়ারে এ দেশের চলচ্চিত্র শিল্পের অনেক ওঠানামা দেখেছেন নায়করাজ খ্যাত এ অভিনেতা। আগামীকাল জাতীয় চলচ্চিত্র দিবস। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে [এফডিসি] আয়োজিত বিশেষ অনুষ্ঠানমালার আহ্বায়ক করা হয়েছে তাকে। সবার প্রত্যাশা রাজ্জাক দ্রুত সুস্থ হয়ে দিনব্যাপী অনুষ্ঠানে যোগ দেবেন এবং সবাইকে অনুপ্রাণিত করবেন।