সিলেট সদরে আশফাক, কানাইঘাটে আশিক এগিয়ে

ashfaq and ashikসুরমা টাইমস রিপোর্টঃ সিলেট সদর ও কানাইঘাট উপজেলায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা শুরু হয়েছে। সিলেট সদর উপজেলার ৭৫টি কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে ৫৫৯৩ ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আশফাক আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির বিদ্রোহী প্রার্থী আবুল কাহের শামীম আনারস প্রতীক নিয়ে ৪৮২৫ ভোট পেয়েছেন।
এছাড়া কানাইঘাট উপজেলার ৬৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৪টির ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে ১২৩৫ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী আশিক চৌধুরী। মোটর সাইকেল প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১৭৭৫। -তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নিজাম উদ্দিন আল মিজান ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫৪০ ভোট।
এছাড়া সিলেট সদর উপজেলায় ১৯ দলীয় জোট প্রার্থী শাহজামাল নূরুল হুদা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৬০৯ ভোট। কানাইঘাটে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সাহাবুদ্দীন দোয়াত কলম প্রতীকে ২০৬ ভোট ও জামায়াত সমর্থিত প্রার্থী এমএ রহিম আনারস প্রতীকে পেয়েছেন ১২৩ ভোট।