বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির নির্বাচনে পুনরায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাফিজ আহমদ মজুমদার। গতকাল শনিবার ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সকল ইউনিট থেকে কাউন্সিলররা সরাসরি নির্বাচনের মাধ্যমে নতুন কর্মকর্তা নির্বাচিত করেন। উক্ত নির্বাচনে বিগত দুই দুই বারের সফল ভাইস চেয়ারম্যানের কাজের স্বীকৃতি স্বরূপ ১২১ ভোটের মধ্যে ১০৭ ভোটে হাফিজ আহমদ মজুমদার সহসভাপতি নির্বাচিত হন।
হাফিজ আহমদ মজুমদার সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি একজন সফল ব্যবসায়ী ও চা-কর। তিনি হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এই ট্রাস্টের মাধ্যমে সিলেটের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্স হোম প্রতিষ্ঠিত হয়। এছাড়া বহু সামাজিক ও জনসেবামূলক কার্যক্রমে তিনি সম্পৃক্ত রয়েছেন। বিজ্ঞপ্তি