আল্লামা আহমদ শফী সিলেট আসছেন সোমবার
সুরমা টাইমস রিপোর্টঃ হেফাজতে ইসলামের আমীর ও হাটহাজারী মাদ্রাসার মহা-পরিচালক আল্লামা আহমদ শফী আগামী সোমবার সিলেট সফরে আসছেন। তিনি ঐদিন সিলেট শহরতলীর শাহপরানস্থ জামিয়া আরাবিয়া ইসলামীয়া ধনুকান্দি মাদ্রাসার ১৬ তম বার্ষিকী ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। জামিয়া আরাবিয়া ইসলামীয়া ধনুকান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা মোস্তফা আহমদ খান এ তথ্য জানিয়েছেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত আলেম ও শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী।
এছাড়াও সম্মেলনে অতিথি হিসেবে মুফতি মুজিবুর রহমান, মাওলানা নূরুল ইসলাম খান, মাওলানা মোহাম্মদ উল্লাহ মুয়িনীসহ অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। এতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্যে মাদ্রাসার মুহতামিম মাওলানা মোস্তফা আহমদ খান অনুরোধ জানিয়েছেন।