বিশ্বনাথে জামায়াত নেতা গোলাম রব্বানীর শাহাদাত বার্ষিকী পালন
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথ উপজেলা জামায়াত নেতা শহীদ গোলাম রব্বানীর প্রথম শাহাদাত বার্ষিকী পালন করেছে খাজাঞ্চি ইউনিয়ন জামায়াত। গতকাল বৃহস্পতিবার উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গোলাম রব্বানীর বাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খাজাঞ্চি ইউনিয়ন জামায়াতের সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী জসিমউদ্দিন কাওছারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আবদুল হান্নান, সহকারি সেক্রেটারী মাওলানা ফারুক আহমদ, সিলেট জেলা পশ্চিম শাখার ছাত্রশিবির সভাপতি আবদুল্লাহ আল-মাহমুদ, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর আবদুল কাইয়ুম, নায়েবে আমীর ইমাদউদ্দিন মাষ্টার, নিজামউদ্দিন সিদ্দিকী চেয়ারম্যান, সেক্রেটারী এইচ.এম.আখতার ফারুক, সহকারি সেক্রেটারী ফখরুল ইসলাম খান, আবদুল মুকসিত আখতার, মতিউর রহমান, বিশ্বনাথ পূর্ব শাখা ছাত্রশিবিরের সভাপতি শামিম আহমদ, পশ্চিম শাখার সভাপতি জহিরউদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাম রব্বানীর পিতা মুহিবুর রহমান নিজাম। এসময় উপস্থিত ছিলেন, জামায়াত নেতা আবদুল আলী, ফখরুল হোসেন কয়েছ, হাবিবুর রহমান মেম্বার, বাবুল মিয়া, এখলাছুর রহমান, বদরুল আলম রফিক, আরাফাত আলী, কামাল আহমদ,আবদুস শহিদ, আবুল হোসেন, ইকবাল আহমদ, সুহেল আহমদ, আশিকুর রহমান, রাজিউর রহমান রাজু। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মোহাম্মমদ আলী। সভাশেষে দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।