জনগণের সম্পদ লুট না করে অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা হবে

বিশ্বনাথে সংবর্ধনা অনুষ্টানে সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া

photoতজম্মুল আলী রাজু, বিশ্বনাথঃ সিলেট-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টি (এ) যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, জনগণের সম্পদ লুটপাঠ করা হবে না। দেশের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। অতীতে যাঁরা জনগণের সম্পদ লুটপাঠ করে নিজেদের স্বার্থসিদ্ধির কাজে লিপ্ত ছিলেন জনগণের তাঁদের প্রাপ্য জবাবও দিয়েছেন। তিনি এলাকার উন্নয়নের জন্য সব দল ও মতের সর্বস্থরের মানুষের সার্বিক সহযোগীতা ও পরামর্শ চান। গত শনিবার বিশ্বনাথে উপজেলার চান্দভরাং গ্রামে দশঘর ইউনিয়নের ৭নং ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত তাঁর (এহিয়া) সম্মানে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
ওয়ার্ড শাখার সভাপতি মাস্টার এনামুল হক শিকদারের সভাপতিত্বে ও দশঘর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাদশা মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম মন্টু, সাবেক যুগ্ম-সম্পাদক আরশ আলী বাবলু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আলা মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল আলম লালু, চান্দভরাং স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জসিমউদ্দিন, উপজেলা যুবলীগ নেতা কামরুল ইসলাম সেবুল। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফয়জুল হক শিকদার ও স্বাগত বক্তব্য রাখেন চান্দভরাং দারুল উলুম মাদ্রাসার খতিব মাওলানা লোকমান আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী আকিক মিয়া, নাজিমউদ্দিন, আমির আলী, সাবুদ্দিন, খোরশেদ মিয়া, সোনাফর আলী, আখলিছ মিয়া, হেলাল মিয়া, খছরু মিয়া, আবদুল আলী, জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সিতাব আলী, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার আছকির খান, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আবদুল মান্নান, যুগ্ম-সম্পাদক জুবায়ের আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর, দশঘর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাসুক মিয়া, জাতীয় পার্টি নেতা জয়নাল আবেদীন, আফরোজ বিন মিজান চৌধুরী, সংগঠক মুহিব শিকদার, রুহেল মিয়া, খালেদ মিয়া, জন্টি চৌধুরী, আবদুল্লাহ মিয়া, সালেহ আহমদ, রুহেল মিয়া, সুহেল মিয়া, তাইরুল চৌধুরী, মুকিদ মিয়া, রুনু মিয়া, দুলাই মিয়া, সেবুল বৈদ্য, টুনু মিয়া, জামাল মিয়া প্রমুখ।