প্রথম ভালোবাসার কথা বলবেন মৌসুমী-ওমর সানী
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের ‘বিশেষ রাঙা সকাল’- এ অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় চিত্রতারকা জুটি মৌসুমী ও ওমর সানী। সকাল ৭ টা থেকে ৯ টা পর্যন্ত দুই ঘন্টার সরাসরি এ অনুষ্ঠানে নিজেদের ব্যক্তিজীবন, প্রেম-ভালোবাসা-সংসার ও অভিনয় জীবনের নানাদিক নিয়ে কথা বলবেন তারা। কে প্রথম ভালোবেসেছিলো, কে প্রথম কাছে এসেছিলো, মান-অভিমান, উত্থান-পতন, সুখ-দু:খসহ দু’জনের অনেক অজানা তথ্য উঠে আসবে এতে।অনুষ্ঠানটি উপস্থাপনা করবে অদিতি ও কিবরিয়া। প্রযোজনা করবেন রকিবুল আলম রুশো ও জোবায়ের ইকবাল।