সাকিবকে কিনলো কলকাতা, তামিম অবিক্রিত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে কোনো দলই নেয়ার আগ্রহ দেখায়নি।
বুধবার সাকিবের ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে শুরু হয় নিলামের ডাক। দিল্লি ডেয়ারডেভিলস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ডাকাডাকিতে তার দাম উঠে ২ কোটি ৮০ লাখ রুপি। শেষে দিল্লি সরে দাঁড়ালে সাকিবকে পায় কলকাতা। আইপিএলে ১৫ ম্যাচ খেলা সাকিব ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ২০১২ সালে দলকে শিরোপা জেতানোয় তার ছিল ভালো অবদান। তবে এবার নিলামের জন্য তাকে ছেড়ে দিয়েছিল শাহরুখ খানের দল কলকাতা।
নিলামে তামিমের ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি। গত দুই আসরে পুনে ওয়ারিয়র্স দলে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি তার। বাংলাদেশের স্পিনার সোহাগ গাজীকেও কেউ কেনেনি। তার ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ রুপি। নিলামে সবচেয়ে বেশি দাম উঠেছে ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান যুবরাজ সিং। ১৪ কোটি রুপিতে তাকে কিনেছে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।