সুনামগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন
ছাতক প্রতিনিধিঃ ছাতকে সুনামগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ১০সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। গত ২অক্টোবর চট্টগ্রামস্থ মাননীয় শ্রম পরিচালক সুনামগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন (রেজিঃনং-চট্ট-২৭২২) নামে ১০সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন। কমিটিতে সভাপতি পদে নুরুল আলম কবির, সেক্রেটারী পদে ফরিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক পদে মখলিছ আলীকে মনোনীত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, অর্থ সম্পাদক ফুল মিয়া, দফতর সম্পাদক হান্নান মিয়া, সড়ক সম্পাদক মঈন উদ্দিন, প্রচার সম্পাদক ফজলু মিয়া ও কার্যকরি সদস্য আনোয়ার মিয়া। ২০১১সালের ২৪মার্চ চট্টগ্রাম আগ্রাবাদস্থ শ্রম পরিচালক বরাবরে বেসিক ট্রেড ইউনিয়নের রেজিষ্ট্রেশনের জন্য সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন নামে আবেদন করেন। দীর্ঘদিন পর গত ২অক্টোবর সুনামগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন নামে রেজিষ্ট্রেশন লাভ করে। উল্লেখ্য যে, বাণিজ্যিক শহর ছাতকে প্রত্যহ ৩শ’ থেকে ৪শ’ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল করে।