টাঙ্গুয়ার হাওরে ম্যাজিস্ট্রেট ও কমিউনিটি গার্ডদের ওপর জেলেদের হামলা : ১৫ রাউন্ড গুলি বর্ষণ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রামসার প্রকল্পভুক্ত জেলা প্রশাসেন তদারকিতে থাকা টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাছ ধরার সময় কারেন্ট জাল, কোনা জাল ও ট্রলার আটক করার সময় একদল জেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কমিউনিটি গার্ডদের ওর হামলার চেষ্টা চালিয়ে টেটা ও ঢিল নিক্ষেপ করে। এ সময় আত্বরক্ষার্থে পুলিশ জেলেদের ওপর ১৫ রাউন্ড গুলি বর্ষষ করে জেলেদের ছত্রভঙ্গ করে দেয়।
হাওরের নিরাপক্তা কাজের তদারকিতে থাকা র্নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ ফয়জুল ইসলাম জানান, টাঙ্গুয়ার হাওরে রুপাুই নামক একটি বিল(জলমহালে) অবৈধ ভাবে ৩০ থেকে ৪০ জেলে সংঘবদ্ধ হয়ে বুধবার বিকেলে মাছ ধরার সময় তাদের নিকট থেকে প্রায় দেড়মণ কারেন্ট জাল, একটি বড়কোনা জাল ও একটি ইঞ্জিন চালিত ট্রলার সহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরো বলেন, এ ঘটনায় জেলেরো ক্ষিপ্ত হয়ে আমাকে ও কমিউনিটি গার্ডদের ওপর লক্ষ্যকরে টেটা এবং পাথর নিক্ষেপ করে হামলার অপচেষ্টা করলে তাদেরকে ছত্রভঙ্গ পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এ ঘটনায় কনষ্টেবল কৌশিক বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ৫ জেলের নামোল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অন্তত ২০ থেকে ৩০ জন জেলেকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।