সুনামগঞ্জ ও দিরাইয়ে শীতকালিন সবজি বীজ বিতরন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ ও দিরাইয়ের চারটি ইউনিয়নের হতদরিদ্রের মধ্যে শীতকালিন সবজি বীজ বিতরন করা হয়েছে। দিরাইয়ের ভাটিপাড়া ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া, শিমুলবাক ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নে এ সব বীজ বিতরন করা হয়। গতকাল মঙ্গলবার এ বীজ বিতরন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইইপি-সিড়ি উন্নয়ন প্রকল্প। জানা যায়, এ চারটি ইউনিয়নের ২ হাজার ৭শ ২৭ জন হতদরিদ্রের মাঝে মুলা, গাজর, করলা, লাউ, ডাটা, মিষ্টি কুমরা ও লাল শাকের বীজ বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুল বাতিন, আব্দুল কাইয়ুম, রাওশন মিয়া, এপিএম আমিনুর রহমান, এফএফ খুরশেদ আলম, আব্দুল আওয়াল, তৌহিদ, জাকারিয়া, বিউটি ও দিপালী রায় প্রমুখ। বাংলাদেশ সরকার, ব্রিটিশ সরকার ও সুইজারলেন্ড সরকারের অর্থায়নে এ প্রকল্পটি বাস্থবায়ন করেছে হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন ।