বিশ্বনাথে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র্যালি-আলোচনা সভা
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে স্যানিটেশন মাস গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তরে উদ্যোগে এবং ব্র্যাক ওয়াশের সহযোগিতায় উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ মাঠ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে পরিষদ হল রুমে সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। সভার শুরুতে কোরআন তেওলায়াত করেন হাফিজ মোস্তাক আহমদ ও গীতা পাঠ করেন হৈমন্তী সুকলা।
ব্র্যাক ওয়াশের ম্যানেজার আবদুল কুদ্দুছের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান হোসাইন, মৎস্য কর্মকর্তা প্রবল কুমার কর্মকার, সিলেট জেলা ব্র্যাক ওয়াশের আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ারুল কবির,ূ রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, বিআরডি চেয়ারম্যান সিরাজ খান, বিশ্বনাথ নতুন বাজার ব্র্যাক ওয়াশ কমিটির সভাপতি স্বপন দাশ, তাজুল ইসলাম, বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম পোর্টলের সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সাধারণ মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সদস্য নুর উদ্দিন, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও ব্র্যাক ওয়াশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।