বিশ্বনাথে পল্লীবধু নিহতের ঘটনায় হত্যা মামলা
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের পল্লীবধু রোকসানা নিহতের ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় শশুর সাদিকুর রহমান ফুর আলী বাদি হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় উপজেলার দশঘর ইউনিয়নের দশঘর গ্রামের নূর আলী কে প্রধান ও তার ছেলে রাজু মিয়া ও আরো ১২ জনের নামউল্লেখ করে ওই মামলা দায়ের করেন। যার নং ১৮।
প্রসঙ্গত : গত বুধবার রাতে পূর্ব বিরোধের জের ধরে উপজেলার দশঘর ইউনিয়নের দশঘর গ্রামের সাদিকুর রহমান ফুর আলী ও পার্শ¦বর্তী বাড়ির নুর আলী লোকজনের মধ্যে মারামারিতে নিহত হন রোকসানা বেগম। থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন বলেন, হত্যা মামলার আসামী গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।