জকিগঞ্জে ছাত্রদল ও ইলিয়াছ মুক্তি ছাত্র সংগ্রামের বিােভ মিছিল ও সমাবেশ
জকিগঞ্জ প্রতিনিধি: জাতীয়তাবাদী ছাত্রদল জকিগঞ্জ উপজেলা ও ইলিয়াছ মুক্তি ছাত্র সংগ্রামের পরিষদের যৌথ উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহার, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াছ আলীকে ফিরিয়ে দেওয়ার দাবী ও এডভোকেট সামছুজ্জামান জামানের গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে ও সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাকের মুক্তির দাবীতে জকিগঞ্জ পৌর শহরে গতকাল বৃহস্পতিবার প্রতিবাদ সভা ও বিােভ মিছিল অনুষ্ঠিত হয়। ডাক বাংলো প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিােভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদনি শেষে এম.এ হক চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন সেলিমের সভাপতিত্ব ও যুগ্ম সাধারণ সম্পদক ও ইলিয়াছ মুক্তি ছাত্র সংগ্রামের আহবায়ক সামছুল ইসলাম লেইচ ও সদস্য সচিব জুয়েল আহমদ বাচ্চুর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন খান, জেলা ছাত্রদল নেতা ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা সামছুর রহমান শামীম, রেজাউল হক চৌধুরী, বদরুল ইসলাম, আব্দুল্লাহ আল হাসান, ছাত্র সংগ্রামের যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম, সাহেদুজ্জামান সাহেদ, সুমন আহমদ, পৌর শাখার সদস্য সচিব হারুনুর রশিদ, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রাজন, উপজেলা ছাত্রদল নেতা ইজ্জাদুর রহমান মুন্না, মোয়াজ্জেম হোসেন, গুফরান আহমদ, কাওছার আহমদ, তারেক আহমদ, সাদ্দাম হোসেন, রাসেল আহমদ, শাহজাহান হোসেন, সেলিম আহমদ, সাজু, আলতাব, রিপন, খালেদ বদরুল, মামুন চৌধুরী, পৌছ ছাত্রদল নেতা লায়েক আহমদ, মাজেদ আহমদ, রাজেল আহমদ প্রমূখ।
সভায় বক্তারা তারেক রহমানসহ নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা এবং ইলিয়াছ আলীকে অনতিবিলম্বে ফিরিয়ে দেওয়া এবং রাজ্জাকের নিঃশর্ত মুক্তির দাবী জানান।