দায়িত্ব বুঝে নিলেন নতুন কমিশনার কামরুল আহসান
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মো. কামরুল আহসান যোগদান করেছেন। সোমবার তিনি ভারপ্রাপ্ত কমিশনার এস এম রোকন উদ্দিনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। এসময় পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলওয়ে রেঞ্জের ডিআইজি থেকে বদলি হয়ে আসা মো. কামরুল আহসান ১৯৯১ সালে পুলিশের এএসপি পদে যোগ দেন। প্রশিক্ষণ শেষে সর্বপ্রথম তার কর্মস্থল হয় সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায়। পরবর্তিতে পদোন্নতির পর চট্টগ্রাম, যশোর, শরীয়তপুর জেলায় পুলিশ সুপার পদে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার উত্তর ইমামপুর গ্রামের মো. কামরুল আহসান সুদান ও সিয়েরা লিওনে জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি তিন পুত্র সন্তানের জনক। সিলেটে নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সকলের সাহায্য, সহযোগিতা ও দোয়া কামণা করেছেন নবাগত পুলিশ কমিশনার।