নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ফজর আলী সড়কের উদ্বোধন
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে বীর মুক্তিযোদ্ধা শাহ ফজর আলী সড়কের উদ্ধোধন আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার দুপুরে আনুষ্টানিক ভাবে অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিনের পরিচালনায় অনুষ্টান শুরুতেই পবিত্র কোরআন তেরাওয়াত নবীগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম মাওঃ আব্দুল করিম। গীতা পাঠ করেন অঞ্জন পুরকায়স্থ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী সৈয়দুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জুল ইসলাম চৌধুরী,নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ওসি মোঃ লিয়াকত আলী, স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আব্দুল মুক্তাদির চৌধুরী, সাবেক চেয়ারম্যান ইমদাদুর রহমান চৌধুরী, ফজর আলী ফাউন্ডেশনের সদস্য সচিব শাহ জুলফিকার আলী প্রমুখ। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, কাউন্সিলর রিজভী আহমেদ খালেদ, উপজেলা জাপার সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ, ইউনিয়ন জাপার সভাপতি সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, উপজেলা ছাত্রসমাজের সভাপতি এম এ মতিন চৌধুরী, সাধারন সম্পাদক স্বপন চৌধুরী, যুবনেতা ফতেহ আলম, সাংবাদিক সেলিম তালুকদার, মতিউর রহমান মুন্না প্রমুখ।