মিলানে প্রধানমন্ত্রীর আগমনে লোম্বার্দিয়া আওয়ামীলীগের সভা
অনুষ্ঠানের পোস্টার নিয়ে কর্মীদের ক্ষোভ
নাজমুল হোসেন,মিলান থেকে: মিলানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভা আগমনে সুন্দর ও সফল করতে লোম্বার্দিয়া আওয়ামীলীগের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানের পোস্টার নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার সন্ধা ৭ টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে লোম্বার্দিয়া আওয়ামীলীগের সভাপতি শাহাদাত হোসেন সাহা এর সভাপতিত্বে,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিফ শিপন এর পরিচালনায় সভায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে সফল করতে লোম্বার্দিয়া আওয়ামীলীগের করনীয় ও ৪ টি উপকমিটি গঠনের উপরে আলোচনা করতে বলা হলে নেতা কর্মীরা প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানের পোস্টার দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন কর্মীরা। কর্মীরা বলেন লোম্বার্দিয়া আওয়ামিলীগ কমিটির নেতৃবৃন্দরা থাকতে ইতালি আওয়ামিলিগ কি করে সংবর্ধনা অনুষ্ঠান সভাপতিত্ব ও পরিচালনা করবে বলে সিদ্ধান্ত নিয়ে পোস্টার তৈরী করেছে। পোস্টারে লেখা হয়েছে ইতালি আওয়ামীলীগের আয়োজনে আর লোম্বার্দিয়া আওয়ামিলীগ সার্বিক তত্ত্বাবধানে এই নিয়েও ক্ষোভ প্রকাশ করেন কর্মীরা। লোম্বার্দিয়া আওয়ামীলীগের মধ্যে দুইটি গ্রুপের কিছু মত বিরোধ রয়েছে তাই বলে ইতালি আওয়ামিলীগ লোম্বার্দিয়া আওয়ামিলীগ কে সংবর্ধনা অনুষ্ঠানের শুধু মাত্র তত্ত্বাবধানে রাখতে পারেনা। আজ ইতালি আওয়ামীলীগের সাথে মিলানের লোম্বার্দিয়া আওয়ামীলীগের দুইটি গ্রুপের সমন্নয়ে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সভাতেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানের রূপরেখা।
সভায় বক্তব্য রাখেন আওয়ামিলীগ নেতা আকরাম হোসেন,জামিল আহমেদ,মনির আহমেদ,বঙ্গ বন্ধু পরিষদের সভাপতি শাহ আলম,মিলান আওয়ামীলীগের সাং গঠনিক সম্পাদক পারভেজ আহমেদ,সেচ্ছা সেবক লীগের সভাপতি তোফায়েল আহমেদ খান তপু,মনচা আওয়ামীলীগের আব্দুল কাদের রফিক,মফিজুর রহমান খোকন,শাহ আমানত উল্লাহ রাজু,তুহিন মাহমুদ,মামুন আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন লোম্বার্দিয়া আওয়ামিলিগ ,যুবলীগ ,সেচ্ছা সেবক লীগ সহ লোম্বার্দিয়ার নেতাকর্মীরা।